প্রথম ম্যাচে হেরে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ একাদশে পরিবর্তন এনেছে একটি। পেসার একজন কমিয়ে ব্যাটিংয়ে শক্তি বাড়িয়েছে তারা। জায়গা হারিয়েছেন পেসার শেমার হোল্ডার। তার জায়গায় সুযোগ পেয়েছেন ব্যাটসম্যান কেয়র্ন ওটলি। ৩১ বছর বয়সী ব্যাটসম্যানের এটি প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
এ নিয়ে এই সফরে দুই ম্যাচে ৭ জনের অভিষেক হল সফরকারী দলটির।
শীর্ষ ক্রিকেটারদের ছাড়া সফরে আসা ওয়েস্ট ইন্ডিজের প্রথম ম্যাচে অভিষেক হয়েছিল ৬ জনের।
ওয়েস্ট ইন্ডিজ দল: জেসন মোহাম্মেদ (অধিনায়ক), সুনিল আমব্রিস, জশুয়া দা সিলভা, আন্দ্রে ম্যাককার্থি, এনক্রুমা বনার, কাইল মেয়ার্স, রভম্যান পাওয়েল, কেয়র্ন ওটলি, রেমন রিফার, আলজারি জোসেফ, আকিল হোসেন।
বিডি প্রতিদিন/কালাম