করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। তিনি সেলফ আইসোলেশনে আছেন। আপাতত শরীরে কোনো জটিল উপসর্গ দেখা দেয়নি।
সিটিজেনদের পক্ষ থেকে ৩২ বছর বয়সী আগুয়েরোর কোভিড-১৯ শনাক্তের কথা নিশ্চিত করা হয়েছে।
আগুয়েরো টুইটারে জানিয়েছেন, করোনার লক্ষণ ছিল আমার শরীরে। সুস্থ হয়ে ওঠার জন্য চিকিৎসকের পরামর্শ মেনে চলছি। সবাই সতর্ক থাকুন।’
এ মৌসুমে আগুয়েরো পাঁচ ম্যাচে সব মিলিয়ে মাত্র ১৪১ মিনিট খেলেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন