আবার হারল আরামবাগ ক্রীড়া সংঘ। একে একে ছয় ম্যাচে হার। শেখ রাসেল আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৪-০ গোলে জিতল। ওবি মোনেকের হ্যাটট্রিকে প্রিমিয়ার লিগে জয়ে ফিরল শেখ রাসেল ক্রীড়া চক্র।
ফলে সাইফুল বারী টিটুর দল এখন সাত ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে। আর পয়েন্টের খাতাই খুলতে পারেনি আরামবাগ।
একই দিনে ২-২ গোলে ড্র করে ঢাকা আবাহনীর ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
শুরুতে শেখ রাসেলকে আটকে রাখতে সক্ষম হয় আরামবাগ। তবে প্রথমার্ধে শেষ দিকে দুই গোল হজম করে তাদের। ৩৬তম মিনিটে বখতিয়ার দুইশবেকভের কাট ব্যাক প্রথম ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে ঠান্ডা মাথার শটে দলকে এগিয়ে নেন ওবি মোনেকে। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করা গোলটিও মোনেকের। মোহাম্মদ আব্দুল্লাহর পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে বাঁ পায়ের বুলেট গতির শটে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ার এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের শুরুতেই বাইলাইনের একটু উপর থেকে মোহাম্মদ খালেকুরজ্জামানের ক্রসে জোরালো হেডে হ্যাটট্রিক পূরণ করেন মোনেকে। চলতি লিগে এটি দ্বিতীয় হ্যাটট্রিক।
আজ ড্রয়ের পর ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে শেখ জামাল। এক ম্যাচ বেশি খেলা আবাহনী ১৫ পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে। আর এখন পর্যন্ত ৭ ম্যাচের সবগুলোতেই জিতে শীর্ষে আছে বসুন্ধরা কিংস।
আজ অন্য ম্যাচে কুমিল্লার শহীর ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে ১-০ গোলে বাংলাদেশ পুলিশ এফসিকে হারিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মোহামেডান ৭ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে আছে ছয়ে। ১ ম্যাচ কম খেলা পুলিশের পয়েন্ট ৭, স্থান নবম।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ