ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিলামে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। নিলামের শেষ দিকে ২০ লাখ রুপিতে অর্জুনকে কিনে নেয় মুম্বাই।
বৃহস্পতিবার ভারতের চেন্নাইয়ে বাংলাদেশ সময় বিকেলে সাড়ে ৩টায় শুরু হয় নিলাম। শুরুতে দল পাওয়া নিয়ে সংশয় দেখা দিলেও শেষ দিকে তরুণ বাঁহাতি এই পেসারকে দলে নেয় দলটি।
এদিকে, অর্জুনের আইপিএলের দরজা খুলে যাওয়ায় উচ্ছ্বসিত তার বোন সারা টেন্ডুলকার। ইনস্টাগ্রামে শচীন কন্যা সারা তার ভাই অর্জুনকে উদ্দেশ করে লেখেন, ‘এই কীর্তি কেউ তোমার থেকে কেড়ে নিতে পারবে না’।
বিখ্যাত ক্রিকেটার বাবার মতোই ক্রিকেটার হয়েছেন অর্জুন। কিন্তু বাবার মতো ব্যাটসম্যান হননি। হয়েছেন বাঁহাতি পেসার। ঘরোয়া ক্রিকেটে নজর কাড়ার পর আইপিএলের গত আসরেই তার প্রতি আগ্রহ দেখায় মুম্বাই। এমনকি রোহিত শর্মাদের নেট বোলার হিসেবেও দেখা গেছে তাকে।
সূত্র : আনন্দবাজার
বিডি প্রতিদিন/এমআই