ফের ব্যাটিং ব্যর্থতা ইংল্যান্ডের। আহমেদাবাদে ডে-নাইট টেস্টে মুখ থুবড়ে পড়েছিল জো রুটদের ব্যাটিং লাইনআপ। চতুর্থ টেস্টেও তার ব্যতিক্রম হল না। মাত্র ২০৫ রানেই শেষ ইংলিশদের প্রথম ইনিংস। দিনের শেষে ভারত তুলেছে ১ উইকেটে ২৪ রান।
বৃহস্পতিবার (৪ মার্চ) টেস্টের প্রথম দিনই ঝামেলায় জড়ালেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস ও ভারত অধিনায়ক বিরাট কোহলি। এই টেস্টে জাসপ্রীত বুমরার জায়গায় প্রথম একাদশে সুযোগ পাওয়া মোহম্মদ সিরাজের একটি বাউন্সারের পরই কিছু বলতে শোনা যায় স্টোকসকে। এরপরই বিরাট এসে কথা বলতে থাকেন তার সঙ্গে। ধীরে ধীরে তা উত্তপ্ত হতে থাকে। শেষপর্যন্ত মধ্যস্থতায় আসতে হয় আম্পায়ারকেও। তবে পরবর্তীতে এই নিয়ে আর বড় কোনও বিতর্ক হয়নি।
এদিকে চতুর্থ টেস্ট শুরু হওয়ার আগেই দু’মাসের সন্তানকে নিয়ে আহমেদাবাদে পৌঁছে যান আনুশকা শর্মা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হোটেল রুম থেকে তোলা একটি ছবি পোস্ট করেন তিনি। আর তাতেই বোঝা যায় স্বামী কোহলিকে সমর্থন জানাতেই মোতেরায় পৌঁছে গিয়েছেন আনুশকা। তবে তাকে মাঠে দেখা যাবে কিনা সে ব্যাপারে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত