সমস্যায় পড়েছেন কেন উইলিয়ামসনরা। তিনি একা নন, ভারতে আইপিএল খেলতে আসা নিউজিল্যান্ডের ১০ জন ক্রিকেটার ব্যাপক সমস্যায় পড়েছেন। তারা আদৌ দেশে ফিরতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডের্ন বৃহস্পতিবার ঘোষণা করেছেন, আগামী রবিবার থেকে ২৮ এপ্রিল পর্যন্ত ভারত থেকে কেউ সে দেশে ঢুকতে পারবেন না। এতেই চিন্তা উইলিয়ামসনদের।
উইলিয়ামসন, ট্রেন্ট বোল্ট, কাইল জেমিসন-সহ নিউজিল্যান্ডের মোট ১০ জন ক্রিকেটার এখন আইপিএল খেলতে ভারতে। আইপিএল শেষ হবে ৩০ মে। এরপর নিউজিল্যান্ডের দুই টেস্টের সিরিজ রয়েছে ইংল্যান্ডের বিরুদ্ধে।
এই সিরিজ ২৫ মে থেকে ১৪ জুন। ভারতের বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু ১৮ জুন। ফলে তার আগে উইলিয়ামসনরা দেশে ফিরতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে।
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের কর্তা রিচার্ড বুক জানিয়েছেন, ‘আমরা গোটা পরিস্থিতির ওপর নজর রাখছি। আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে যোগাযোগ রাখছি।’
সূত্র : আনন্দবাজার
বিডি প্রতিদিন/এমআই