১০ এপ্রিল, ২০২১ ১৬:৪৩

রাতে জমজমাট এল ক্লাসিকো; শীর্ষে উঠার সুযোগ বার্সার

অনলাইন ডেস্ক

রাতে জমজমাট এল ক্লাসিকো; শীর্ষে উঠার সুযোগ বার্সার

স্প্যানিশ ফুটবল তথা ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ এল ক্লাসিকো মুখোমুখি হচ্ছে দুই চীর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এটি চলতি মৌসুমের শেষ এল ক্লাসিকো।

বাংলাদেশ সময় শনিবার দিবাগত রাত ১টায় শুরু হবে এল ক্লাসিকো ম্যাচটি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখা যাবে দুই দলের লড়াই।

ম্যাচে মেসিসহ ফুটবলারদের কাছে সেরাটাই চান বার্সা কোচ রোনাল্ড কোম্যান। আর রিয়াল কোচ এখনই শিরোপা নিয়ে না ভেবে, খেলতে চান ইতিবাচক ফুটবল।

তবে এ পর্যন্ত সমান ২৯টি করে ম্যাচ খেলেছে রিয়াল ও বার্সেলোনা। যেখানে ৬৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বার্সেলোনা, ৬৩ পাওয়া রিয়াল তিন নম্বরে। সমান ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ। 

আজকের ম্যাচটি জিতলে অ্যাটলেটিকোকে পেছনে ফেলে এক নম্বরে উঠে যাবে বার্সেলোনা। রিয়াল জিতলে তাদের পয়েন্ট ৬৬ হবে, তবে অন্তত ৫ গোলের ব্যবধানে জয় না পেলে অবস্থান করতে দুইয়ে।

এল ক্লাসিকোর ইতিহাসেও এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। সবমিলিয়ে বার্সেলোনার বিপক্ষে ৯৭টি ম্যাচ জিতেছে রিয়াল, অন্যদিকে বার্সেলোনার জয় ৯৬ ম্যাচে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর