২০ এপ্রিল, ২০২১ ১৬:০৭

‘রিং’ বসানোর পর সুস্থ মুরালিধরন

অনলাইন ডেস্ক

‘রিং’ বসানোর পর সুস্থ মুরালিধরন

ফাইল ছবি

হৃদরোগজনিত কারণে রবিবার চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হন মুত্তিয়া মুরালিধরন। সেখানে মুরালির হৃদযন্ত্রে ‘রিং’ বসানো হয়। এখন সুস্থ আছেন তিনি। 

শ্রীলঙ্কায় থাকতেই গত মাসে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষায় মুরালির হৃদযন্ত্রে ব্লক ধরা পড়ে। এর মাঝেই আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে কাজ করতে ভারতে চলে আসেন মুরালি। কিন্তু রবিবার অস্বস্তি অনুভব করায় ভর্তি হন মুরালি। চিকিৎসকরা দ্রুত অ্যানজিওপ্লাস্ট করার পরামর্শ দেন। পরে ধমনিতে ব্লক সরানোর জন্য মুরালির হৃদযন্ত্রে ‘রিং’ বসানো হয়।

সানরাইজার্স হায়দরাবাদের প্রধান নির্বাহী শানমুগানাথান এ সম্পর্কে বলেন, ‘হৃদযন্ত্রের সমস্যা নিয়ে শ্রীলঙ্কার চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে ভারতে আসেন মুরালিধরন। চেন্নাইয়ে হাসপাতালের চিকিৎসকরা যত দ্রুত সম্ভব অ্যানজিওপ্লাস্ট করার পরামর্শ দেন মুরালিকে। ‘রিং’ বসানোর পর সুস্থ আছেন মুরালি। আশা করছি, কিছুদিনের মধ্যেই তাকে আবার মাঠে দেখা যাবে।’ তবে আবারও দলের সঙ্গে যোগ দেওয়ার আগে মুরালিকে সাত দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর