২১ এপ্রিল, ২০২১ ১৪:৪১

অল্পের জন্য সেঞ্চুরি হলো না দুর্দান্ত তামিমের

অনলাইন প্রতিবেদক

অল্পের জন্য সেঞ্চুরি হলো না দুর্দান্ত তামিমের

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ‘ওয়ানডে স্টাইলে’ ব্যাট করে অর্ধশতক করেছিলেন টাইগার ওপেনার তামিম ইকবাল। ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরি পথে। কিন্তু লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো'র বলে ক্যাচ আউট হয়ে মাঠ ত্যাগ করেন তামিম। আউট হওয়ার আগে ১০১ বলে ৯০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এই রান করতে ১৫টি চার মারেন তিনি।

বুধবার ক্যান্ডির পাল্লেকেলেতে স্বাগতিকদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ৮ রানের মাথায় সাইফ হাসানের উইকেট হারালে সেখান থেকে নাজমুল হোসেন শান্তকে সাথে নিয়ে ১৪৬ রানের জুটি গড়েন তামিম ইকবাল। শান্ত অর্ধশতক হাঁকিয়ে বড় স্কোরের দিকে এগিয়ে যাচ্ছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ১৭৭ রান। নাজমুল হোসেন শান্ত ৬৪ রান ও মুমিনুল হক ১২ রান নিয়ে ব্যাট করছেন। 

এর আগে রানের খাতা খোলার আগে সাজঘরের পথ ধরেন ওপেনার সাইফ হাসান। তিনি ছয় বল মোকাবেলা করে লঙ্কান পেসার বিশ্ব ফার্নান্দো'র এলবিডাব্লিউ'র শিকার হয়ে মাঠ ত্যাগ করেন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর