আন্তর্জাতিক ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে ফিফটির দেখা পেয়েছেন অধিনায়ক মুমিনুল হকও। এই দুই বাঁহাতির ব্যাটে বড় সংগ্রহের পথে ছুটছে বাংলাদেশ। প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩০২/২
১২৬ রানে ব্যাট করছেন শান্ত। ৬৪ রানে অপরাজিত আছেন মুমিনুল।
শ্রীলঙ্কার বিপক্ষে চলতি দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটির প্রথম দিনে বুধবার পাল্লেকেলে স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ।
বিডি প্রতিদিন/আরাফাত