করোনা পরিস্থিতির কারণে কঠোর বিধিনিষেধের মধ্যে কাতার বিশ্বকাপ বাছাইপর্ব ও এএফসি এশিয়ান কাপের তিনটি ম্যাচে খেলতে কাতারে অবস্থান করছে বাংলাদেশ। এর মধ্যে আফগানিস্তান বাংলাদেশের ম্যাচে ১-১ গোলে ড্র হয়। তাছাড়া আজ ভারতের বিপক্ষে কাতার সময় বিকাল-৫ টায় আল সাদ স্টোডিয়ামে খেলবে বাংলাদেশ।
এর আগে আফগানিস্তান বাংলাদেশের ম্যাচে মাঠে বসে খেলা দেখে বাংলাদেশ দলকে সমর্থন জানান জাতীয় পতাকা হাতে এক তরুণ। গতবারের তুলনায় এবার কঠোর বিধিনিষেধের মধ্যে কেবলমাত্র দুই ডোজ ভ্যাকসিন যারা দিয়েছে তারাই মাঠে বসে খেলা দেখার সুযোগ পেয়েছে। কিন্তু এই সংখ্যা একেবারেই নগণ্য। তারপরও খেলোয়াড়দের উৎসাহ জোগাতে বলা চলে একেবারে দর্শকশূন্য মাঠে সমর্থন জানাতে বাংলাদেশের জাতীয় পতাকা হাতে দেখা যায় ওই তরুণকে।
জানা গেছে তার নাম মোঃ সাজ্জাদুল হক আরফান। তিনি চট্টগ্রাম হাটহাজারী উপজেলা ধলই ইউনিয়নের মোঃ সিরাজুল হকের ছেলে। পরিবারের আর্থিক অনটন দূর করতে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। বর্তমান তিনি একটি লিমুজিন কোম্পানিতে কর্মরত আছেন।
নিজের অনুভূতি ব্যক্ত করে আরফান বলেন, দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে আর সেই অর্জিত জাতীয় পতাকা আমি মাঠে বসে বহন করে বিশ্ব দরবারে বাংলাদেশকে তুলে ধরতে পেরেছি একজন সামান্য দর্শক হয়ে এটাই আমার জন্য অনেক আনন্দের। লাল সবুজের পতাকার ধারণ করে আগামীতেও বাংলাদেশকে সমর্থন করে যাবেন বলে জানান তিনি।
সবচেয়ে বড় ব্যাপার বিশাল বড় গ্যালারিতে কঠোর বিধিনিষেধের কারণে আফগানিস্তান বাংলাদেশের ম্যাচে ৩০ পার্সেন্ট দর্শক ধারণ ক্ষমতা থাকলেও ৫০ জনের মত বাংলাদেশি দর্শক লক্ষ করা যায়। এভাবে প্রবাসী দর্শকদের সমর্থনে সামনের ম্যাচগুলো এগিয়ে যাবে এমনটা প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। এদিকে ভারত বাংলাদেশের খেলা মাঠে বসে দেখে বাংলাদেশি খেলোয়াড়দের উৎসাহ প্রদান করতে কাতার প্রবাসী দর্শকদের সমর্থন চেয়েছেন জামাল ভূঁইয়ারা।
বিডি প্রতিদিন/হিমেল