শ্রীলঙ্কা ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তি ও বেতন কমানো নিয়ে বিশৃঙ্খলা তৈরি হয়েছে। আন্দোলনে নেমেছেন খেলোয়াড়রা। তবে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সঙ্গে দ্বন্দ্ব বিদ্যমান থাকার মধ্যে চুক্তি ছাড়াই ইংল্যান্ড সফরে যেতে রাজি হয়েছে লঙ্কান ক্রিকেটাররা।
বোর্ডের গভর্নিং বডির নতুন প্রস্তাবিত চুক্তি প্রকল্পের ভিত্তি তৈরি হওয়ায় ও খেলোয়াডদের মূল্যায়ন সম্পর্কে সুনির্দিষ্ট বিবরণ প্রকাশের প্রতিশ্রুতি দেওয়ায় এই সফরে যেতে রাজি হয়েছে লঙ্কানরা।
এর আগে ইংলিশদের বিপক্ষে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণার একদিন পরে এসএলসি ও ক্রিকেটারদের মধ্যকার সেই পুরোনো দ্বন্দ্ব আবার মাথাচাড়া দিয়ে ওঠে। শঙ্কায় পড়ে যায় শ্রীলঙ্কার ইংল্যান্ড সফর। এই সিরিজের জন্য লঙ্কানদের নির্বাচিত ক্রিকেটাররা সহ মোট ৩৮ জন খেলোয়াড় এসএলসির দেওয়া সফর চুক্তিটি প্রত্যাখ্যান করেন।
দীর্ঘদিন ধরে এসএলসির সঙ্গে নতুন বার্ষিক চুক্তির বিষয়ে ঝামেলা চলছে লঙ্কান ক্রিকেটারদের। বোর্ডের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির ব্যাপারে কোনো সিদ্ধান্তে না পৌঁছেই বাংলাদেশ সফরে আসতে হয়েছিল তাদের। এই চুক্তিতে স্বচ্ছতার অভাব রয়েছে এবং সিনিয়র খেলোয়াড়দের পর্যাপ্ত ক্ষতিপূরণ দিচ্ছে না বোর্ড, এমনটাই দাবি করেন লঙ্কান ক্রিকেটাররা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ