টি-২০ প্রিমিয়ার ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে হারিয়ে দিয়েছে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। আজ মঙ্গলবার বৃষ্টি বিঘ্নিত ৬ ওভারের এ ম্যাচে ২২ রানে হেরে যায় সাকিব আল হাসানের দল।
সকালে সাভারে বিকেএসপির চার নম্বর উইকেটে টস হেরে ব্যাট করতে নামে শীর্ষে থাকা প্রাইম দোলেশ্বর। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ৭৮ রান সংগ্রহ করে দলটি। ইমরান ৪১ ও শামিম ২৯ রান করেন। জবাবে ৫৬ রানে গুটিয়ে যায় মোহামেডান। দলের পক্ষে সর্বোচ্চ ২২ রান করেন সাকিব। ৩টি উইকেট তুলে নেন শফিকুল ইসলাম।
এই জয়ে পাঁচ ম্যাচে সর্বোচ্চ ৯ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে প্রাইম দোলেশ্বর। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে প্রাইম ব্যাংক ও আবাহনীর পরেই অবস্থান করছে মোহামেডান।
বিডি প্রতিদিন/ফারজানা