দুর্দান্ত অভিষেকের পরই মুসলিম ও নারীবিদ্বেষী মন্তব্যের জন্য অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন ইংল্যান্ডের পেসার অলি রবিনসন। তবে দেশের ক্রিকেট বোর্ড একটু বেশিই শাস্তি দিয়ে ফেলেছে বলে মনে করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তিনি নিষিদ্ধের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছেন।
সোমবার বরিস জনসনের মুখপাত্র জানান, প্রধানমন্ত্রী সংস্কৃতি মন্ত্রীর সিদ্ধান্তের বিষয়ে একমত। অলি রবিনসনের বিষয়ে নেওয়া সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।
এর আগে যুক্তরাজ্যের সংস্কৃতি, ক্রীড়া, ডিজিটাল ও গণমাধ্যম মন্ত্রী অলিভার ডাউডেন বলেছিলেন, অলি রবিনসন যখন এক দশক আগে ওই টুইট করেছিলেন তখন তিনি কিশোর ছিলেন। এখন তিনি প্রাপ্তবয়স্ক এবং সঠিকভাবে ক্ষমাও চেয়েছেন। ক্রিকেট বোর্ড বেশি শাস্তি দিয়ে ফেলেছে। এ বিষয়ে তাদের আবারও ভাবা উচিত।
বিডি প্রতিদিন/ফারজানা