বরগুনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা কিশোর গোল্ড কাপ অনুর্ধ্ব-১৭ 'র ফাইনাল খেলায় বালক ও বালিকা বিভাগে বরগুনা সদর উপজেলা দল চ্যাম্পিয়ন হয়েছে।
আজ বিকালে বরগুনা স্টেড়িয়ামে অনুষ্ঠিত দুটি পর্বের খেলায় বরগুনা ও তালতলী উপজেলা বালক-বালিকা দল অংশগ্রহণ করে। তালতলী উপজেলা দলকে ১-০ গোলে পরাজিত করে বরগুনা সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়। বরগুনার পক্ষে একমাত্র গোল করে তানিয়া।
বালক গ্রুপে গোল শূন্য ভাবে খেলা শেষ হলে ট্রাইব্রেকারে বরগুনা বালক দল জয় লাভ করে। বালিকা দলে সেরা খেলোয়াড় হয়েছে, নায়না। বালক দলে সেরা খেলোয়াড় হয়েছে, সাবু এবং সেরা গোলদাতা নির্বাচিত হয়েছেন বরগুনার ১১ নম্বর জার্সির সাগর।
মধ্য মাঠে খেলা পরিচালনা করেন জসিম উদ্দীন সাগর ও বশির আহমেদ। খেলা শেষে পুরুস্কার বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশ্রাফুল ইসলাম।
বিডি প্রতিদিন/এ মজুমদার