‘বুমবুম’ খ্যাত পাকিস্তানের সাবেক এই অধিনায়ক হঠাৎ সোশ্যাল মিডিয়ায় জানালেন পাকিস্তান দলে তার প্রয়োজন নেই। যেদিন ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ ২৩২ রানের ইনিংস খেলেছে পাকিস্তান, সেদিনই এমনটা জানিয়েছেন তিনি।
গত শুক্রবার বাবর ও মোহাম্মদ রিজওয়ানের ফিফটিতে ৬ উইকেটে ২৩২ রানের বড় সংগ্রহ গড়ে পাকিস্তান। লিভিংস্টোনের সেঞ্চুরিতে লম্বা সময় আশা বাঁচিয়ে রাখা ইংল্যান্ড গুটিয়ে যায় ২০১ রানে। যার ফলে ৩১ রানে জিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে এগিয়ে যায় পাকিস্তান।
প্রথম টি-টোয়েন্টিতে পূর্ণ শক্তির ইংল্যান্ডকে এভাবে পরাস্ত করে পাকিস্তান। তবে এত বড় জয় সত্ত্বেও এক পাকিস্তানি কিংবদন্তিকে না দেখতে পেয়ে হতাশই হন কিছু পাকিস্তান সমর্থক। শহিদ আফ্রিদির নাম লেখা জার্সি পরা এক নারী ভক্তের ছবি দিয়ে এক সাংবাদিক লেখেন, ‘ওরা আপনাকে মিস করছে বস।’
বিষয়টি মুখ খুলেছেন আফ্রিদি। তিনি জবাবে খানিকটা মজের ছলে লেখেন, ‘ধন্যবাদ, কিন্তু আমার মনে হয় না আজ দলের আমার কোন প্রয়োজন আছে। ২৩২ রানে ছক্কার যথেষ্ট বুম বুম দেখা গেছে।’ তবে শহিদ না হলেও আরেক আফ্রিদি কিন্তু বল হাতে ট্রেন্ট ব্রিজে জ্বলে ওঠেন। শহিদের হবু জামাই শাহিন আফ্রিদি তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন।
বিডি-প্রতিদিন/শফিক