জিম্বাবুয়ের বিরুদ্ধে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে সহজ জয় পেয়েছে বাংলাদেশ। ১৫৫ রানের পবর্তসমান জয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টানা জয়ের রেকর্ডকে আরও উঁচুতে নিয়ে যায় তামিম বাহিনী।
রবিবার (১৮ জুলাই) হারারেতে দ্বিতীয় ওয়ানডে জয় পেলে শুধু সিরিজই নিশ্চিত হবে না টাইগারদের, কোনো দেশের বিপক্ষে নিজেদের টানা জয়ের রেকর্ডও সমৃদ্ধ হবে।
জিম্বাবুয়ের বিপক্ষে ইতোমধ্যেই পর পর ১৭টি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। সেই জয়ের ধারা অব্যাহত রেখে আজ সিরিজ জিতলে দেশটির বিরুদ্ধে টানা ১৮ জয়ের রেকর্ড গড়বেন তামিমরা। হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় খেলাটি শুরু হয়েছে। এই ম্যাচে বাংলাদেশ অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস , সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহিদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত