রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে দেওয়ার আগেই প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ডেভিড আলাবা।
ফ্রি এজেন্ট হিসেবে এই মৌসুমে বায়ার্ন মিউনিখ থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে এসেছেন অস্ট্রিয়ান ডিফেন্ডার। কোভিড পজিটিভ হওয়ায় এসি মিলানের বিপক্ষে ক্লাবের আসন্ন প্রীতি ম্যাচে শঙ্কায় আলাবা। আগামী ৮ আগস্ট ইতালিয়ান জায়ান্টদের মুখোমুখি হবে রিয়াল।
স্প্যানিশ জায়ান্টরা তাদের ওয়েবসাইটে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে, ‘রিয়াল মাদ্রিদ জানাচ্ছে যে আমাদের খেলোয়াড় ডেভিড আলাবা কোভিড পরীক্ষায় পজিটিভ হয়েছে।’
স্পেনে কোভিড প্রটোকল অনুযায়ী এখন ১০ দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকবেন আলাবা। মিলানের বিপক্ষে ম্যাচের একদিন আগে তার করোনা পরীক্ষা হবে। নেগেটিভ ফল এলে খেলতে পারবেন তিনি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ