ক্রিকেটের টি-টোয়েন্টি সংস্করণে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। জিম্বাবুয়ে সিরিজে ভালো করার পর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে সিরিজ জিতেছে টাইগাররা। এরপর নিউজিল্যান্ডকেও লজ্জা উপহার দিয়ে শুরু করেছে আরেকটি সিরিজ। একদিন বিরতির পর নামতে হচ্ছে দ্বিতীয় টি-টোয়েন্টিতে। দলের অলরাউন্ডার সাইফউদ্দিন জানালেন, উইকেটের চরিত্র বুঝে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন তারা।
শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড। এই ম্যাচে জিতলে বাংলাদেশ সিরিজ জয়ের পথে একধাপ এগিয়ে যাবে। তবে স্বাগতিকরা এগোচ্ছে ম্যাচ বাই ম্যাচ চিন্তা করে।
'আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করি, তো এখন আমাদের সামনে যে উইকেট ওই কন্ডিশন অনুযায়ী বল করার চেষ্টা করি। পরের ম্যাচে যদি পিচের চরিত্র বদল হয় তবে সে অনুযায়ী আমরা বাউন্সার, স্লোয়ার, ইয়র্কার বা ওয়াইড ইয়র্কার; এসব দিকে যাব। যেহেতু এখানে কাটারটা বেশি কার্যকরী তাই এখন এটার চেষ্টা করছি। পরের ম্যাচগুলোয় যদি উইকেট পাল্টে যায় তখন ব্যাক অব লেন্থে জোরে বল করার চেষ্টা করব'- বলছিলেন সাইফউদ্দিন।
কিউইদের বিপক্ষে এই জয়ে ২৩৮ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র্যাংকিংয়ে সপ্তম স্থানে এসেছে বাংলাদেশ। পেছনে ফেলেছে আফগানিস্তান (অষ্টম), শ্রীলঙ্কা (নবম) ও ওয়েস্ট ইন্ডিজকে (দশম)।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ