টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৯৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে রান চাপে বাংলাদেশ। দলীয় ৮ রানের প্রথম উইকেট পড়ে বাংলাদেশের। ব্যক্তিগত ৬ রান করে লিটন দাসের বিদায়ের পর ব্যাট হাতে আবারও ব্যর্থ সাকিব আল হাসান ও মুশফিকুর রহীম।
কিউই স্পিনার এজাজ প্যাটেলের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে মারতে গিয়ে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন সাকিব। সাকিবের ব্যাট থেকে এসেছে ৮ বলে ৮ রান। এরপর একই ওভারের শেষ বলে বোল্ড হয়ে ফিরেছেন মুশফিক (০)।
এর আগে কোল ম্যাকনকির করা তৃতীয় ওভারের প্রথম বলটি মিডউইকেট দিয়ে সীমানার বাইরে পাঠান লিটন দাস। পরের বলেই স্লগ সুইপ খেলতে গিয়ে ডিপ মিডউইকেটে অ্যালেনের তালুবন্দি হন ১১ বলে ৬ রান করা এই ওপেনার।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৪৪ রান। মোহাম্মদ নাঈম ২০ রান করে ক্রিজে আছেন।
এর আগে মিরপুরে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৯৩ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। ফলে জয়ের জন্য টাইগারদের করতে হবে ৯৪ রান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন