২২ সেপ্টেম্বর, ২০২১ ০৫:৪৬

দল হেরেছে, তবুও কেকেআরের রহস্য স্পিনারের বোলিংয়ে খুশি কোহলি

অনলাইন ডেস্ক

দল হেরেছে, তবুও কেকেআরের রহস্য স্পিনারের বোলিংয়ে খুশি কোহলি

বরুণ চক্রবর্তী-বিরাট কোহলি

বরুণ চক্রবর্তীকে প্রশংসায় ভাসালেন বিরাট কোহলি। গত সোমবার (২০ সেপ্টেম্বর) নাইট লেগ স্পিনারের ভেল্কিতে কুপোকাত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা হন বরুণ। বাঁহাতি স্পিনারকে ভবিষ্যতের তারকা হিসেবে দেখছেন কোহলি। 

তিনি জানান, ভবিষ্যতে টিম ইন্ডিয়ার হয়ে মুখ্য ভূমিকা নেবেন কেকেআরের এই রহস্য স্পিনার। কোহলি বলেন, 'বরুণ দারুণ খেলেছেন। ভারতের জার্সিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ডাগ আউটে বসে আমি এই কথাটাই বলছিলাম। তরুণদের থেকে আমরা এরকম পারফরমেন্সই চাই। তাতে রিজার্ভ বেঞ্চ আরও শক্তিশালী হবে। সামনেই টি-২০ বিশ্বকাপ। ভবিষ্যতে ভারতের হয়ে আরও ম্যাচ খেলবেন বরুণ। তাই তার ছন্দে থাকা টিম ইন্ডিয়ার জন্য খুব ভাল খবর।'

গত জুলাইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের হয়ে অভিষেক হয়েছে রহস্য স্পিনারের। সেই অভিজ্ঞতাই আইপিএলে কাজে লাগাচ্ছেন বরুণ। তিনি জানালেন, টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে তিন উইকেট তাঁর আত্মবিশ্বাস বাড়াবে। 

বরুণ বলেন, 'বল করার সময় পিচটা বোঝার চেষ্টা করি। উইকেট ফ্ল্যাট ছিল। পাওয়ার প্লে-তে আমরা ভাল বল করেছি। উইকেট স্পিন সহায়ক না হওয়ায় পিচ থেকে খুব একটা সাহায্য পাইনি। তাই স্ট্যাম্প বরাবর বল করতে হয়েছে। ভারতের হয়ে খেলা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে। আশা করছি ভবিষ্যতে আরও ভাল পারফর্ম করতে পারব।' 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর