২৩ সেপ্টেম্বর, ২০২১ ১০:৪৯

ক্রিকেট দুনিয়ায় ক্রমশ 'নিষিদ্ধ দেশ' হয়ে যাচ্ছে পাকিস্তান

অনলাইন ডেস্ক

ক্রিকেট দুনিয়ায় ক্রমশ 'নিষিদ্ধ দেশ' হয়ে যাচ্ছে পাকিস্তান

ফাইল ছবি

রাজনৈতিক পরিস্থিতি, তালেবানের সংযোগের কারণেই কি ক্রিকেট দুনিয়ায় ক্রমশ কোণঠাসা করে ফেলছে পাকিস্তানকে? নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডেরও পাকিস্তান সফর থেকে সরে দাঁড়ানোর পর একটা মহল তাই বলছে। আর এতে পাকিস্তান ক্রিকেট আরও জৌলুস হারাচ্ছে। যে দিকে গড়াচ্ছে পরিস্থিতি, তাতে পাকিস্তানকে 'নিষিদ্ধ দেশ' হিসেবে ধরে নিচ্ছে ক্রিকেটমহল।

ওয়ানডে সিরিজ শুরুর কয়েক ঘণ্টা আগে নিউজিল্যান্ড পাকিস্তান সফর বাতিল করেছিল। নিরাপত্তাজনিত কারণ তুলে ধরা হয়েছিল। নিউজিল্যান্ডের কয়েকজন খেলোয়াড়কে প্রাণহানির হুমকি দেওয়া হয়। কিন্তু এ সবই বেসরকারি গল্প। নিউজিল্যান্ড সরকারের তরফ থেকে এ নিয়ে কোনও ব্যাখ্যাই দেওয়া হয়নি। পাকিস্তান দাবি তুলেছে, প্রাণহানির যে ফোন এসেছিল কিউয়ি ক্রিকেটারদের কাছে, তা আসলে ভিত্তিহীন। আর তাতেই সফর বাতিল করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। ইংল্যান্ডও সেই পথেই হেঁটেছে।

২০০৯ সালে পাকিস্তান সফরের সময় শ্রীলঙ্কা টিমের উপর জঙ্গি হামলা হয়েছিল। কয়েক জন ক্রিকেটার তাতে আহতও হন। ওই ঘটনা ক্রিকেটের কালোদিন হয়ে রয়েছে। ঘটনা হল- ২০০৯ সালের পর পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে আপত্তি জানায়নি কোনও দেশই। তবে নিরপেক্ষ দেশে খেলতে হয়েছে তাদের। সেই পথেই আবার হাঁটতে হবে পাকিস্তানকে।

কেন এই পরিস্থিতি? রাজনৈতিক অস্থিরতা ও তালেবানি সংযোগকেই দায়ী করছেন অনেকে। পাকিস্তানে কখনওই রাজনৈতিক স্থিরতা আসেনি। সেনা দখলে দীর্ঘ সময়ে থাকা পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী এখন ইমরান খান। ১৯৯২ সালে বিশ্বকাপজয়ী অধিনায়ক দেশের পরিস্থিতি পাল্টাতে পারেননি। বরং জঙ্গি মদত, দেশের নানা কোণে ঘন ঘন বিস্ফোরণ হয়েই চলেছে।

পাকিস্তানকে এড়িয়ে যাওয়ার সাম্প্রতিক কারণ তালেবান প্রীতি। আফগানিস্তানে তালেবান সরকার গঠনের সময় পাকিস্তান যথেষ্ট মদত দিয়েছে। আন্তর্জাতিক রাজনীতিতে যা কিছুটা হলেও প্রভাব ফেলেছে। তারই জেরে একের পর এক টিম পাক সফর বাতিল করছে বলে মত দিচ্ছে বিশেষজ্ঞমহল।

ঘটনা যাই হোক না কেন, পাকিস্তানের ক্রিকেট চরম দুর্ভোগের মুখে পড়েছে, তা নিয়ে সন্দেহ নেই। ক্রিকেটপ্রেমী দেশ হিসেবে পরিচিত দেশের অনেকেই যা মেনে নিতে পারছেন না। 

ইসলামাবাদে একটি ক্লাবের কর্মকর্তা নবাব আহমেদ আলম বলেছেন, নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ নিয়ে আমরা খুব রোমাঞ্চিত ছিলাম। এমনকি স্টেডিয়ামে বসেই ম্যাচ দেখার পরিকল্পনা সেরে ফেলেছিলাম। নিউজিল্যান্ড সফর বাতিল করায় আমাদের মনে হচ্ছে, আবার ১০ বছর পিছিয়ে গেল পাকিস্তান ক্রিকেট।

পাকিস্তানের তথ্য সম্প্রচারকারী মন্ত্রী ফাওয়াদ চৌধুরি বলেছেন, আন্তর্জাতিক মহল পাকিস্তানের বিরুদ্ধে কাজ করছে। যারা আমাদের মাথা নত করার চেষ্টা করছে, তারা কখনও সফল হবে না।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ আল সিফাত

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর