দুবাইয়ে মাদাম তুসো মিউজিয়ামে জায়গা পেল ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির মোমের মূর্তি। টি-২০ বিশ্বকাপের পাশাপাশি আরবের এই শহরে চলছে এক্সপো ২০২০। এই দুই অনুষ্ঠানের জন্যই বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্যটকরা দুবাইয়ে এসেছেন। তাদের আকর্ষণ করতেই এবার মিউজিয়াম চালু করেছে মাদাম তুসো।
দুবাইয়ের এই মিউজিয়ামে বিরাট কোহলি ছাড়াও পিএসজি তারকা লিওনেল মেসি ও পপ গায়ক রিহানার মোমের মূর্তিও রয়েছে। সব মিলিয়ে ৬০ জন তারকার মূর্তি রয়েছে এই মিউজিয়ামে।
মিউজিয়ামের পক্ষ থেকে বলা হয়েছে, “গত বৃহস্পতিবার থেকে আমরা সকলের জন্য এই মিউজিয়াম খুলে দিয়েছি। আমরা আশা করছি, স্থানীয় দর্শকদের পাশাপাশি বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকরাও আসবেন আমাদের এই মিউজিয়াম দেখতে। আমরা এই অঞ্চলের বিভিন্ন শিল্পীদের কাজ দিয়ে এই মিউজিয়াম তৈরি করেছি।”
বিডি প্রতিদিন/কালাম