২৫ অক্টোবর, ২০২১ ১৭:৫৬

ক্র্যাব-ওয়ালটন ক্রীড়া উৎসব শুরু ৮ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

ক্র্যাব-ওয়ালটন ক্রীড়া উৎসব শুরু ৮ নভেম্বর

সোমবার দুপুরে ক্র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলন

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) আয়োজনে শুরু হতে যাচ্ছে ক্র্যাব-ওয়ালটন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষতায় আগামী ৮ নভেম্বর (শুক্রবার) এই উৎসব শুরু হবে। উৎসবে ইনডোর ও আউটডোর ফরম্যাটে বিভিন্ন খেলা অনুষ্ঠিত হবে। 

আজ সোমবার সেগুনবাগিচায় ক্র্যাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরা হয়। ক্র্যাবের সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে টুর্নামেন্টের বিষয়ে কথা বলেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, ক্র্যাবের সাবেক সভাপতি এস এম আবুল হোসেন, বর্তমান কমিটির সহ-সভাপতি নিত্য গোপাল তুতু ও ক্র্যাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সাইফ বাবলু। 

সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়ই ওয়ালটনকে ধন্যবাদ জানান। ইনডোর গেমসে থাকছে দাবা, ক্যারম, কলব্রিজ ইন্টারন্যাশনাল ব্রিজ, শুটিং। আউটডোরে থাকছে মিনি ম্যারাথন, ফুটবল এবং ক্রিকেট টুর্নামেন্ট।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর