২ ডিসেম্বর, ২০২১ ১৫:৪২

১০ বলে ৫ উইকেট শিকার হাসারাঙ্গার

অনলাইন ডেস্ক

১০ বলে ৫ উইকেট শিকার হাসারাঙ্গার

শ্রীলংকার লেগ-স্পিনার হাসারাঙ্গা ডি সিলভা টি-টেন ক্রিকেটে ১০ বলে ৫ উইকেট শিকার করেছেন। গত রাতে আবুধাবির টি-টেন ক্রিকেটের ১০ম ম্যাচে বাংলা টাইগার্সের বিপক্ষে ১০ বলে ৫ উইকেট নেন ডেকান গ্লাডিয়েটর্সের এই তারকা ক্রিকেটার। এদিন হাসারাঙ্গা ২ ওভারে মাত্র ৮ রান দিয়েছেন।

টি-টেনের পাঁচ আসরের মধ্যে এটি সেরা বোলিং রেকর্ড। আর তৃতীয় বোলার হিসেবে টি-টেন লিগে পাঁচ উইকেট নিলেন টি-টোয়েন্টি ক্রিকেটের শীর্ষ বোলার হাসারাঙ্গা। তার রেকর্ড গড়া ম্যাচে ডেকান ৬২ রানে হারায় বাংলা টাইগার্সকে। প্রথমে ব্যাট করে ১০ ওভারে ১ উইকেটে ১৪০ রান করে ডেকান। জবাবে ৭৮ রানে অলআউট হয় বাংলা। 

চলতি বছরটা দারুন কাটছে হাসারাঙ্গার। গত মাসে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি হ্যাট্টিকসহ ৮ ম্যাচে ১৬ উইকেট নেন তিনি। যা টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী। এছাড়া বর্তমানে টি-টোয়েন্টি ক্রিকেটে র‌্যাংকিংয়ে শীর্ষেও তিনি। 

এবারের টি-টেন লিগেও ১০ ম্যাচে সর্বোচ্চ ১৮ উইকেট হাসারাঙ্গার। এ বছর টি-টোয়েন্টি ক্রিকেটে এ পর্যন্ত  দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসির সাথে যৌথভাবে সর্বোচ্চ ৩৬ উইকেট শিকারী তিনি। -বাসস।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর