১৬ জানুয়ারি, ২০২২ ১১:১২

কোহলির বিদায়ে আবেগঘন বার্তা রবি শাস্ত্রীর

অনলাইন ডেস্ক

কোহলির বিদায়ে আবেগঘন বার্তা রবি শাস্ত্রীর

বিরাট কোহলি ও রবি শাস্ত্রী

বিরাট কোহলি টেস্ট দলের দায়িত্ব ছাড়তেই আবেগপ্রবণ হয়ে পড়লেন ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী। ২০১৪ সাল থেকে শাস্ত্রী-কোহলি জুটি ভারতীয় ক্রিকেটকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। এই দুইজনের সময় টিম ইন্ডিয়া আইসিসি প্রতিযোগিতায় খালি হাতে ফিরলেও, ভারতে ও বিদেশে একাধিক টেস্ট সিরিজ ও সীমিত ওভারের সিরিজে জয়ের মুখ দেখেছে। তাই প্রিয় বিরাট কোহলির বিদায়বেলায় আবেগপ্রবণ হয়ে গেলেন দলটির সাবেক কোচ।  

অধিনায়ক বিরাটকে এক আবেগঘন বার্তায় শুভেচ্ছা জানিয়ে শাস্ত্রী লেখেন, বিরাট, তুমি গর্বের সঙ্গে মাথা উঁচু করে বিদায় নিতে পার। তুমি অধিনায়ক হিসেবে যা যা কৃতিত্ব গড়েছ, তেমনটা খুব কমজনই করতে সক্ষম হয়েছে। নিঃসন্দেহে তুমিই ভারতের সবথেকে আগ্রাসী এবং সফলতম অধিনায়ক। এটা সত্যি বলতে আমার কাছে খুবই দুঃখের একটা দিন। কারণ এই ভারতীয় দলটা আমরা দুইজনে একত্রে তৈরি করেছি।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর