১৮ জানুয়ারি, ২০২২ ০৯:৩০

বিপিএল: সাকিবকে ‘হিটার’ হিসেবেই দেখছে বরিশাল

অনলাইন ডেস্ক

বিপিএল: সাকিবকে ‘হিটার’ হিসেবেই দেখছে বরিশাল

সাকিব আল হাসান (ফাইল ছবি)

এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে সাকিব আল হাসানের কাছে অনেক বেশি প্রত্যাশা বরিশাল ফরচুনের। দলটির অধিনায়কও তিনি। ছন্দে ফিরতে আর টিমের চাহিদার কথা ভেবে তাই আটঘাট বেঁধে অনুশীলন করছেন সাকিব।

১৭ জানুয়ারি মিরপুরের একাডেমি মাঠে বরিশালের অনুশীলনের আগেই আলাদাভাবে বড় বড় শটে প্রস্তুত হতে দেখা যায় সাকিবকে। সেন্ট্রাল উইকেটে ব্যাট করতে নেমে প্রায় প্রতিটি বলই একাডেমির বাইরে ছুড়ে দিতে চাইলেন। কখনও সফল, কখনো ব্যার্থ। পাশে দাঁড়িয়ে পরামর্শ দিচ্ছেন বরিশাল দলের পরামর্শক নাজমুল আবেদিন ফাহিম।

পরে একভিডিও বার্তায় ফাহিম বললেন, ‘সাকিবকে নিয়ে কিছু কাজ করেছিলাম অনুশীলন শুরু হওয়ার আগেই। পাওয়ার হিটিং নিয়ে। সেন্টার উইকেটে যখন ব্যাট করল দেখলাম বেশ কিছু বল অনেক ডিসটেন্স কাভার করেছে, যেটা আগে সেভাবে আমরা দেখিনি। তো ব্যাটে-বলে ভালোই হচ্ছে। আরও দুই তিনদিন ব্যাটিং করলে আরও ধারবাহিকভাবে সেটা করতে পারবে।’

ফাহিম আরও বলেন, ‘সাকিবের বড় হিট খেলাটা বা বড় শট খেলাটা খুব জরুরি। যেহেতু সে গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় আর ওপরের দিকে ব্যাটিং করে। ও যদি বড় শট খেলতে পারে দলের জন্য দারুণ একটা ব্যাপার হবে।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর