২৩ জানুয়ারি, ২০২২ ১৮:০৮

কোহলির নেতৃত্ব ছাড়া নিয়ে বিতর্ক উস্কে দিলেন শোয়েব আখতার

অনলাইন ডেস্ক

কোহলির নেতৃত্ব ছাড়া নিয়ে বিতর্ক উস্কে দিলেন শোয়েব আখতার

শোয়েব আখতার-বিরাট কোহলি।

বিরাট কোহলিকে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে, দাবি পাকিস্তানের সাবেক তারকা বোলার শোয়েব আখতারের। সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমনই দাবি করেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। 

বর্তমানে লিজেন্ডস লিগে খেলছেন এই স্পিডস্টার। শোয়েব আখতার বলেন, বিরাট কোহলি স্বেচ্ছায় অধিনায়কত্ব ছাড়েননি, তাকে বাধ্য করা হয়েছে। তার এখন সময় ভাল যাচ্ছে না। কিন্তু সে কী ধাতুতে তৈরি সেটা ওকে প্রমাণ করতে হবে। সে কী স্টিল বা লোহার তৈরি? মানুষ এবং ক্রিকেটার হিসেবে অসাধারণ। এখন কোহলির নতুন কিছু চেষ্টা করা উচিত নয়। মাঠে নেমে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করুক। কোহলি গ্রেট ব্যাটার। বিশ্বের অন্যান্য ক্রিকেটারদের তুলনায় তার প্রাপ্তি অনেক। তার নিজের স্বাভাবিক ছন্দে খেলা উচিত।

গত দুই বছরের এরও বেশি সময় ধরে আন্তর্জাতিক ক্রিকেটে কোনও শতরান পাননি কোহলি। সেই অর্থে ব্যাটে রান নেই। ভারতের বিদায়ী নেতার কোথায় ভুল হচ্ছে জানালেন শোয়েব। তিনি বলেন, কোহলি বটম হ্যান্ডে খেলে। আমার মনে হয় অফফর্ম চলাকালীন বটম হ্যান্ডে খেলা ক্রিকেটাররা বেশি সমস্যায় পড়ে। আমার ধারণা, এই জায়গাটা থেকে তাকে বের হয়ে আসবে। কারোর প্রতি কোনও তিক্ততা না রেখে এগিয়ে যাওয়া উচিত। সবাইকে ক্ষমা করে এগিয়ে যেতে হবে।' 

পাকিস্তানের সাবেক এই তারকা বোলারের মতে ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবে? শোয়েবের ধারণা, সবদিক বিবেচনা করে সঠিক ব্যক্তিকেই বেছে নেবে ভারতীবোর্ড। শুক্রবারই টি-২০ বিশ্বকাপের সূচি ঘোষণা করেছে আইসিসি। ২৩ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর