ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’র প্রভাব পড়েছে ফুটবল মাঠেও। পোল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে তাদের জাতীয় দল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে রাশিয়ার বিপক্ষে খেলবে না। ফিফাকে তারা এই ম্যাচের বিষয়ে নতুন সিদ্ধান্ত নিতে আহ্বান জানিয়েছে। পোল্যান্ডের এমন সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন তাদের অধিনায়ক রবার্ত লেভানডোফস্কি।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ২৪ মার্চ পোল্যান্ড সুইডেন অথবা চেক প্রজাতন্ত্রের বিপক্ষে খেলবে। এরপর ২৯ মার্চ তাদের খেলার কথা রয়েছে রাশিয়ার বিপক্ষে।
এ বিষয়ে পোল্যান্ড ফুটবলের প্রধান সিজারি কুলসেজা বলেছেন, ‘আর কথা নয়। এখন কাজ করার পালা। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ও আগ্রাসনের পর পোল্যান্ড জাতীয় দল তাদের বিপক্ষে বিশ্বকাপের প্লে-অফ ম্যাচ খেলতে চায় না। এটাই একমাত্র সঠিক সিদ্ধান্ত। আমরা ইতোমধ্যে সুইডেন ও চেক প্রজাতন্ত্রের ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলেছি। তাদেরও অনুরোধ করেছি এই বিষয়ে ফিফাকে তাদের অবস্থান তুলে ধরতে।’
এ বিষয়ে এক টুইট বার্তায় অধিনায়ক লেভানডোফস্কি লিখেছেন, ‘এটাই সঠিক সিদ্ধান্ত। আমি রাশিয়ার জাতীয় ফুটবল দলের বিপক্ষে খেলার কথা ভাবতে পারি না, যখন তারা ইউক্রেনের বিপক্ষে সশস্ত্র আগ্রাসন চালাচ্ছে। তবে রাশিয়ার ফুটবলার ও ফুটবল ভক্তরা এটার জন্য দায়ী নয়। তবে আমরা এমন ভাব করতে পারি না যে, কিছুই হচ্ছে না।’
সূত্র: স্কাই নিউজ
বিডি প্রতিদিন/ ওয়াসিফ