আইপিএল শুরু হতে আর রয়েছে মাত্র কয়েকটি দিন। এবারের আইপিএলে অংশ নেওয়া ১০টি দলের মধ্যে ৯টি দলের অধিনায়ক কারা, সেই কথা জেনে গেছে সবাই। তবে এখনও একটি দলের তরফ থেকে তাদের অধিনায়কের নাম ঘোষণা করা হয়নি। সেই দলটির নাম রয়্যাল চেলেঞ্জার্স ব্যাঙ্গালুর।
আইপিএলের গত মৌসুমের শেষে বিরাট কোহলি জানিয়ে দিয়েছিলেন- এবারের আইপিএলে তিনি আর আরসিবির অধিনায়কের আসনে থাকবেন না। স্বাভাবিকভাবেই তার পরিবর্তে অন্য কোনও ক্রিকেটারের হাতে উঠবে আরসিবির ব্যাটন, তা নিয়ে রীতিমতো আলোচনা চলছে।
আরসিবির নতুন নেতা কে হবেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে কখনও উঠে আসছে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের নাম। আবার কখনও বা উঠে আসছে প্রোটিয়া তারকা ক্রিকেটার ফাফ ডু প্লেসির কথা। এরই মধ্যে আরসিবির টুইটার হ্যান্ডেলে ব্যাঙ্গালুরের ভক্তদের বিশেষ বার্তা দিলেন কোহলি।
বৃহস্পতিবার (১০ মার্চ) আরসিবি এর টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে কোহলি বলেন, "আপনাদের জন্য কিছু ঘোষণা করার রয়েছে। আপনারা সকলেই জানেন, খুব দ্রুত আমরা নতুন মৌসুম শুরু করতে চলেছি। যার জন্য আমি নিজেও ভীষণ উত্তেজিত। নতুন শক্তি নিয়ে এই নতুন মৌসুমে খেলতে নামব আমরা। এবং সব থেকে বড় খবর হল…।"
সম্পূর্ণ কথা শেষ না করেই সাসপেন্স তৈরি করে থেমে যান বিরাট। এখন আরসিবি সমর্থকদের ধারণা এবার হয়তো দলের অধিনায়কের নাম ঘোষণা করা হবে। কোহলি ইঙ্গিত দিয়েছেন ১২ মার্চ বড় কিছু আসতে চলেছে।
মূলত ‘আরসিবি আনবক্স’ নামের এক ইভেন্টে বড় কিছু ঘোষণা করতে চলেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর। আর তারই ঝলক নিয়ে হাজির হয়েছেন কোহলি। আইপিএল ২০২২ মেগা নিলামের আগে তিন ক্রিকেটারকে রিটেইন করে রেখেছিল আরসিবি। নিলাম শেষে ২২ জনের দল গড়েছে টিম ব্যাঙ্গালোর।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর স্কোয়াড-
বিরাট কোহলি, মোহম্মদ সিরাজ, গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ ডু প্লেসি, হর্ষল প্যাটেল, ভানিন্দু হাসারঙ্গা, দীনেশ কার্তিক, জশ হ্যাজেলউড, শাহবাজ আহমেদ, অনুজ রাওয়াত, আকাশ দীপ, মহিপাল লোমরোর, ফিন অ্যালেন, শেরফান রাদারফোর্ড, জেসন বেহরানডর্ফ, অন্নেশর গৌতম, সুয়শ প্রভুদেশাই, চামা মিলিন্দ, কর্ণ শর্মা, সিদ্ধার্ধ কৌল, লভনীথ সিসোদিয়া, ডেভিড উইলি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ