বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে হাওয়ায় ভাসছে বসুন্ধরা কিংস। চলছে একের পর এক জয় উৎসব। আজ শুক্রবার ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় চট্টগ্রাম আবাহনীর জালে রীতিমতো গোল উৎসব করেছে কিংসরা।
অস্কার ব্রুজোনের দলের সামনে পাত্তাই পায়নি চট্টগ্রাম আবাহনী। ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছে বসুন্ধরা কিংস। এ নিয়ে প্রিমিয়ার লিগে ঘরের মাঠে টানা পাঁচ জয় পেলো কিংসরা। আর সবমিলিয়ে সাত ম্যাচ জিতল বর্তমান চ্যাম্পিয়নরা।
রবসন রবিনহো জোড়া গোল করেছেন। বাকি তিনটি গোল করেছেন সুমন রেজা, মোহাম্মদ ইব্রাহিম ও এলিটা কিংসলে।
শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে বসুন্ধরা কিংস। হাতেনাতে তার ফলও পেয়েছে। ১৭তম মিনিটে লক্ষ্যভেদ করেন সুমন রেজা। ইয়াসিন আরাফাতের হাওয়ায় ভাসানো দারুণ ক্রসে দূরের পোস্টে লাফিয়ে হেডে গোল করেন জাতীয় দলের এই ফরোয়ার্ড। লিগে এটি তার টানা দ্বিতীয় গোল।
২৮তম মিনিটে ব্যবধান বাড়ান রবসন রবিনহো। সুমন রেজার সাথে পায়ের কারিকুরি করে বক্সে ঢুকে বাঁকানো শটে লক্ষ্যভেদ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
৩২তম মিনিটে আবারও ব্যবধান বাড়ান ইব্রাহিম। ৩-০ গোলে এগিয়ে যায় কিংস। রবিনহোর বাড়ানো পাসে বাম পায়ের নিচু শটে গোল করেন ইব্রাহিম।
৪৩ মিনিটে ফের রবসন-সুমন কেমিস্ট্রি। সুমন রেজার কাটব্যাকে নিচু শটে জালে বল জড়ান রবসন। ৪-০তে এগিয়ে যায় ব্রুজোনের দল। চলতি লিগে এ নিয়ে আট গোল করেছেন উড়তে থাকা রবসন রবিনহো।
দ্বিতীয়ার্ধে আক্রমণে ফিরতে চাইলেও সুবিধা করতে পারেনি চট্টগ্রাম আবাহনী। কোচ মারুফুল হকের সব পরিকল্পনা ভেস্তে দিয়েছে কিংস।
চার গোলে পিছিয়ে থাকায় গোলরক্ষক আজাদকে তুলে নাইমকে নামায় চট্টগ্রাম আবাহনী।
৫৭তম মিনিটে ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি চট্টগ্রাম আবাহনীর রুবেল মিয়া। পিটার থ্যাংকগডের বাড়ানো পাসে কিংসের গোলরক্ষক জিকোকে একা পেয়েও গোল করতে পারেননি রুবেল। উল্টো ৬৭ মিনিটে পঞ্চম গোল হজম করে চট্টগ্রাম আবাহনী। এবার কিংসের হয়ে স্কোর শিটে নাম লেখান বদলি হিসেবে নামা এলিটা কিংসলে। ডান দিক থেকে ইব্রাহিমের ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন এই নাইজেরিয়ান।
আট ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে চট্টগ্রাম আবাহনী।
আগামী বুধবার কিংস অ্যারেনায় সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস।
বিডি প্রতিদিন/ নাজমুল