৫ম দিনের নাটকীয় শেষ সেশনের পরও ড্র হয় করাচি টেস্ট। সফরকারী অস্ট্রেলিয়ার দেয়া ৫০৬ রানের প্রায় অসম্ভব লক্ষ্যে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৪৪৩ রান নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শেষ করে পাকিস্তান।
২ উইকেটে ১৯২ রান নিয়ে খেলতে নামা পাকিস্তানকে শেষ দিন একাই টেনে নিয়ে যান অধিনায়ক বাবর আজম। ক্যারিয়ার সেরা ১৯৬ রানের ইনিংস খেলে আউট হন পাকিস্তানের অধিনায়ক। তবে অন্য প্রান্তে থাকা মোহাম্মদ রিজওয়ানের লড়াকু ইনিংসে পরাজয় এড়াতে সক্ষম হয় পাকিস্তান।
অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচির সেই টেস্টে বাবর আজমের ১৯৬ রানের মহাকাব্যিক ইনিংস নিয়ে চলছে আলোচনা। বিশ্বের রথী-মহারথীরা যে যার মতো করে পাকিস্তান অধিনায়কের অনিন্দ্যসুন্দর ইনিংসের মূল্যায়ন করছেন।
বাবরের সেই মহাকাব্যিক ইনিংসকে একবিংশ শতাব্দীর টেস্ট ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা ইনিংসের তকম দিল উইজডেন। এসময়ে চতুর্থ ইনিংসে দুর্দান্ত খেলা ১০ জন সেরা ব্যাটার নির্বাচন করেছে সাময়িকীটি। তাতে টেস্ট বাঁচানো সেরা ব্যাটারদের তালিকায় তৃতীয় স্থানে আছেন বাবর আজম।
ব্যাখ্যায় সাময়িকীটি বলছে, দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে নিজের নামের প্রতি সুবিচার করেছেন বাবর। খেলেছেন বীরোচিত ইনিংস। তার ধৈর্যশীল ব্যাটিং ও অবিশ্বাস্য ইনিংসে টেস্ট হার এড়িয়েছে পাকিস্তান। এমনকি জয়ের স্বপ্নও জাগিয়ে তুলেছিলেন তিনি।
উইজডেন ইন্ডিয়ার এই তালিকায় স্থান পেয়েছেন রিকি পন্টিং, ফাফ ডু প্লেসিস, হাশিম আমলা, ডোয়াইন স্মিথ, অস্ট্রেলিয়ার উসমান খাজা এবং ভারতের রিশভ পন্ত।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন