ইংলিশদের দাঁড়াতেই দিলেন না তুহিন-আরদুজ্জামানরা। আজ শনিবার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ইংল্যান্ডকে ৪৬-১২ পয়েন্টে হারাল বাংলাদেশ। ফলে বঙ্গবন্ধু কাপ কাবাডির মুকুট ধরে রাখার মিশনে শুরুর ম্যাচেই বড় জয় পেল বাংলাদেশ।
ঘরের মাঠে ইংল্যান্ডকে কোনো রকম সুযোগ দেয়নি বাংলাদেশ। প্রথমার্ধে ২৭-০৪ পয়েন্টে এগিয়ে থেকে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় লাল-সবুজরা। দ্বিতীয়ার্ধে একই তালে খেলতে থাকে বাংলার রাইডাররা। শেষ পর্যন্ত ৪৬-১৫ পয়েন্টে ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করল স্বাগতিক বাংলাদেশ।
আগামীকাল রবিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ।
ম্যাচ জিতে বাংলাদেশ অধিনায়ক তুহিন তরফদার বলেছেন,‘আমরা প্রথম ম্যাচ জিতে খুশি। কোচের পরিকল্পনামতো খেলতে পেরেছি। সবাই ভালো খেলেছে। আমরা এই ধারাবাহিকতা ধরে অপরাজিত চ্যাম্পিয়ন হতে চাই।’
উল্লেখ্য, সর্বশেষ ২০১৬ সালে ভারতের আহমেদাবাদে কাবাডি বিশ্বকাপের ম্যাচে ৫২-১৮ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ দল।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ