আইপিএলের ১৪ বছরের ইতিহাসে সব থেকে ধারাবাহিক ক্রিকেটারদের অন্যতম সুরেশ রায়না। তার অস্বাভাবিক ধারাবাহিকতার কারণে তাকে মিলেছে ‘মিস্টার আইপিএল’র তকমাও। তবে আসন্ন মৌসুমে নিলামে ১০টি ফ্রাঞ্চাইজির কেউ তাকে দলে নেয়নি, যা নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন অনেক বিশেষজ্ঞই। এবার এর পিছনের কারণ ব্যাখ্যা করলেন কিংবদন্তি শ্রীলঙ্কান ক্রিকেটার কুমার সাঙ্গাকার।
২০০৮ সাল থেকে রায়না টানা চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। ২০১৬ এবং ২০১৭ মৌসুমে চেন্নাই সুপার কিংস নির্বাসিত থাকার ফলে ওই দুই মৌসুম অবশ্য অন্য ফ্রাঞ্চাইজির হয়ে খেলেছিলেন তিনি। কিন্তু গত মৌসুমে তার পারফরম্যান্স একেবারেই ভাল ছিল না। ভারতীয় ঘরোয়া ক্রিকেটেও দীর্ঘদিন তার না খেলার ফলেই এবারের আইপিএলে তিনি অবিক্রিত থেকে গিয়েছেন বলে অনেকে মনে করছেন। রাজস্থান রয়্যালসের ডাইরেক্টর অব ক্রিকেট সাঙ্গাকারা ব্যাখা দিয়ে গোটা বিষয়টা বুঝালেন।
‘রেড বুল ক্রিকেট’ এর আয়োজিত এক সভায় তিনি বলেন, “বিভিন্নভাবে বিষয়টিকে দেখা যায়। বছরের পর বছর খেলার পরে ক্রিকেটারদের পারফরম্যান্স তাদের জনপ্রিয়তা সব কিছুতেই পরিবর্তন আসে। একাধিক নবীন ক্রিকেটার আসার ফলেও পরিস্থিতি বদলায়। আইপিএলে সুরেশ রায়নার রেকর্ড অবিশ্বাস্য। ও একজন কিংবদন্তি। মৌসুমের পর মৌসুম ধরে দারুণ পারফর্ম করেছে। তবে এই মৌসুমের জন্য ও হয়ত ফিট নয়। এর মধ্যে দিয়ে ওর কৃতিত্বকে কোনওভাবে ছোট করার প্রশ্নই নেই। হয়ত এই বছর কোচ, অ্যানালিস্টরা যেটা চাইছিল সেটা ওরা রায়নার মধ্যে পায়নি।” সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/কালাম