বার্সেলোনার দায়িত্ব নিয়েই দলকে আমূল বদলে দিয়েছেন জাভি হার্নান্দেজ। মৌসুমের শুরুতে যেখানে খাবি খাচ্ছিল বার্সা, রিয়াল মাদ্রিদের মতো দলকে তাদেরই মাঠে হালি গোল দিলো টিম বার্সা।
এ নিয়ে টানা ১২ ম্যাচ অপরাজিত রইলো জাভির বার্সেলোনা। এই ১২ ম্যাচে জয়টি নয়টিতে। যার মধ্যে ছয় ম্যাচে প্রতিপক্ষের জালে ৪ গোল তথা হালিপূরণ করেছে কাতালান ক্লাবটি। সবশেষ রিয়ালকে হালি দিয়ে জাভি জানালেন, আরও গোল দিতে পারতো তার দল।
রিয়ালের বিপক্ষে ৪-০ গোলের সহজ জয় পেলেও, গোটা তিনেক বড় সুযোগও হাতছাড়া করেছে বার্সেলোনা। ম্যাচ শেষে সেদিকেই ইঙ্গিত করে জাভি বলেন, ‘আজকে আমরা একটি দারুণ ম্যাচ খেলেছি। আমরা আরও গোল করতে পারতাম। যাই হোক, আজকে উপভোগ করার দিন।’
ম্যাচ শেষে জাভি বলেন, ‘আমরা জানতাম তাদের বিপক্ষে কীভাবে খেলতে হবে, আমরা অনেক সুযোগ তৈরি করেছিলাম। আমরা জানতাম কীভাবে তাদের আক্রমণ করতে হবে। তারা শেষ ২০ মিনিটে আক্রমণ করেছে। তবে আপনি ৪ গোলে এগিয়ে থাকলে এমন হতেই পারে।’
বার্সেলোনার মাত্র তৃতীয় কোচ হিসেবে এল ক্লাসিকোতে প্রথম ম্যাচে ৪ গোল করে জয়ের দেখা পেলেন জাভি। এর আগে সবশেষ ১৯৫৯ সালে হেলেইনো হেরেরা নিজের প্রথম এল ক্লাসিকো জিতেছিলেন ৪-০ গোলে। আর ১৯৫১ সালে ফার্ডিনান্ড ডাউসিকের জয়ের ব্যবধান ছিল ৭-২ গোলের।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ