পাকিস্তানকে হারিয়ে নিজেদের অভিষেক ওয়ানডে বিশ্বকাপে অনেকটা আত্মবিশ্বাসী নিগার সুলতানা জ্যোতির দল। ২০১৮ সালের এশিয়া কাপে ভারতের সাথে দুই দেখায় দুইবারই জয় পেয়েছিল বাংলাদেশের মেয়েরা। ফাইনালে ভারতকে হারিয়েই বাগিয়েছিল শিরোপা। যদিও সেবারের আসরটি ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। তবে সেই জয়কেই ওডিআইতেও অনুপ্রেরণা করতে চায় জ্যোতিরা।
বাংলাদেশ সময় মঙ্গলবার সাতটায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা। ভারতের বিপক্ষে ৫০ ওভারের ক্রিকেট খুব একটা খেলেনি বাংলাদেশ। এখন পর্যন্ত এ ফরম্যাটে চার বারের দেখায় প্রতিবারই হেরেছে টাইগ্রেসরা।
তবে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ১২ ম্যাচে এশিয়া কাপে দুটি ম্যাচ জিতেছে টাইগ্রেসরা। বাকি ১০টাতেই হেরেছে। তবে পরিসংখ্যানের ভয় নয়, এশিয়া কাপের জয়কেই অনুপ্রেরণা বানাতে চান জ্যোতি।
ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ভারতের বিপক্ষে আমাদের টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতাই বেশি। ওদের বিপক্ষে ভালো রেকর্ড আছে। ২০১৮ সালে এশিয়া কাপ জেতার পরে ওদের বিপক্ষে খেললে সব সময় অন্যরকম আমেজ বিরাজ করে। অনেক অভিজ্ঞ খেলোয়াড় আমাদের দলে আছে যারা তাদের সাথে খেলেছে।’
জ্যোতি আরও বলেন, ‘আর উইকেট সম্পর্কেও আমরা জানি। শেষ হ্যামিল্টনে খেলেছি পাকিস্তানের সাথে। উইকেট, কন্ডিশন সম্পর্কে আমাদের ধারণা আছে। আমাদের প্রস্তুতি যতটুকু নেওয়ার নিলাম। আজ বৃষ্টির জন্য অনুশীলন করতে পারিনি। কিন্তু ইনডোরে কিছুটা সময় আমরা পার করেছি। তাছাড়া ওই উইকেটে ভালো খেলার অভিজ্ঞতা আছে। আশা করি, আমরা ভালো খেলব।’
বিডি প্রতিদিন/নাজমুল