কম রানের টার্গেটে কোনো রকম বাধা ছাড়াই ৮ উইকেটের বড় ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে পাকিস্তানের মেরেয়া। নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচটি বৃষ্টির কারণে ওয়ানডে থেকে টি-টোয়েন্টিতে পরিণত হয়; শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৮৯ তোলে ক্যারিবীয়রা। ৭ উইকেট হারিয়ে ক্যারিবীয়রা যে রান তুলেছে, সেই টার্গেটে পৌঁছাতে পাকিস্তানের খোয়াতে হয়েছে মাত্র দুটি উইকেট।
টসে জিতে প্রথমে ফিল্ডিং নিয়ে ক্যারিবীয়দের চেপে ধরে পাকিস্তান। বোলিং তোপ দেখান নিদা দার। নিদা ৪ ওভারে মাত্র ১০ রানে দিয়ে শিকার করেন ৪ উইকেট। আর একটি করে উইকেট পেয়েছেন ফাতিমা সানা, নাশরা সান্ধু ও ওমাইমা সোহেল।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন দিয়ান্দ্র ডটিন। ১৮ রান করেছেন অধিনায়ক স্টেফানি টেইলর। আর ১২ রানে অপরাজিত থাকেন অ্যাফি ফ্লেচার। এ ছাড়া আর কোনো ক্যারিবীয় ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি।
৯০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫৭ রানে দুই উইকেট হারায় পাকিস্তান। সিদরা আমিন ৮ ও মুনিবা আলী ৩৭ রান করে আউট হয়েছেন। তাল সামলে ৩৩ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক বিসমাহ মারুফ ও ওমাইমা সোহেল। বিসমাহ করে ২০ আর ওমাইমা ২২ রানে অপরাজিত থেকেছেন। এটিই এই বিশ্বকাপে পাকিস্তানের প্রথম জয়। বোলিংয়ে বাজিমাত করা নিদা দার হয়েছেন ম্যাচসেরা।
বিডি প্রতিদিন/নাজমুল