ইউক্রেনের খারকিভ শহরের নারী চিকিৎসক ইরিনাকে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ দিলেন সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহাম। রবিবার রাতে তিনি অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ ইরিনার হাতে তুলে দেন বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইরিনা খারকিভের প্রসবকালীন স্বাস্থ্য সেবা কেন্দ্রের প্রধান। তার পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, নবজাতককে তিনি চিকিৎসা দিচ্ছেন। আরেক দলকে বেসমেন্টে আশ্রয় দিচ্ছেন রাশিয়ার গোলাবর্ষণ থেকে বাঁচাতে।
৪১ বছর বয়সী বেকহামের ইনস্টাগ্রামে ৭১ মিলিয়ন বা ৭ কোটি ১০ লাখ ফলোয়ার আছে। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক এই তারকা বলেন, ‘ইরিনা ও তার মতো চিকিৎসাকর্মীদের ইউক্রেনের মানুষের জীবন বাাঁচাচ্ছে।’
ইরিনাও জানিয়েছেন, রাশিয়ার সেনা অভিযানের পর থেকেই তাকে সপ্তাহে সাতদিন আর ২৪ ঘণ্টাই কাজ চালিয়ে যেতে হচ্ছে। তিনি বলেন, ‘প্রথম দিনগুলো ছিল খুব কঠিন। আমরা শিখেছি কী করে অনবরত বোমা ও গোলাবর্ষণের মধ্যে কাজ করতে হয়।’
তিনি আরও বলেন, ‘আমরা সম্ভবত জীবনকে ঝুঁকিতেই ফেলি, তবে এসব নিয়ে ভাবি না। আমরা আমাদের কাজকে ভালোবাসি। চিকিৎসক ও নার্সরা উদ্বিগ্ন, তবে আমরা হাল ছাড়ছি না।’
বেকহামও তার অনুসারীদের ইউক্রেনের মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। ইউনিসেফের তহবিলে অর্থ দেওয়ার জন্য নিজের ফলোয়ারদের উৎসাহিত করেছেন বেকহাম। এছাড়াও তিনি ও তার স্ত্রী ১০ লাখ পাউন্ড দান করেছেন ইউক্রেনীয়দের সহায়তায়।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল