আর্জেন্টাইন তারকা লিওনেল মেসিকে ফুটবলের সেরা খেলোয়াড় না বললেও সর্বকালের অন্যতম সেরা খেলোয়াড়দের তালিকায় রাখতেই হবে। অথচ মেসি তার সাবেক সতীর্থের সেরা একাদশে জায়গা পাননি। দেশ ও ক্লাবের হয়ে একসঙ্গে খেলেছেন এমন খেলোয়াড়দের একাদশ বানিয়েছেন বার্সেলোনার জার্মান গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেন। সেখানে জায়গা হয়নি টের স্টেগেনের সাবেক সতীর্থ মেসির।
বার্সেলোনায় একসঙ্গে খেলেছেন টের স্টেগেন ও মেসি। তবে তাদের সম্পর্ক খুব একটা মধুর ছিল না বলেই শোনা যায়।
টের স্টেগেন তার একাদশে অ্যাটাকিং পজিশনে রেখেছেন জার্মানির মারিও গটজে ও মার্কো রিওসকে। এছাড়াও তার একাদশে জায়গা পেয়েছেন ব্লাসউইচ, দানি আলভেস, পিকে, রুডিগের, জর্ডি আলভা, সার্জিও বুস্কেটস, জাভি, ইনিয়েস্তা ও ডি জং।
বিডি প্রতিদিন/ফারজানা