রাশিয়ার হয়ে অলিম্পিকে স্বর্ণ জয় করেছেন ইভগেনি রাইলভ। স্বাভাবিকভাবেই তার ছিলো দামি স্পন্সর। স্পিডো নামের সেই স্পন্সর কোম্পানি এবার তার পাশ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। আর সেই সরে যাওয়ার কারণ রাইলভ পুতিনের ডাকা র্যালিতে যোগ দিয়েছিলেন।
গত সপ্তাহে পুতিনের ডাকা র্যালিতে রাইলভের যাওয়ার কারণেই স্পিডো সরে যাচ্ছে বলে খবর দিয়েছে বিবিসি। গত বছর টোকিও অলিম্পিকে জোড়া স্বর্ণ জিতেছিলেন এই সাঁতারু। তিনি ‘জেড’ অক্ষর লেখা পোশাক পরে পুতিনের র্যালিতে যোগ দিয়েছিলেন। যা রাশিয়ার ইউক্রেন অভিযানের প্রতীক হিসেবে বিবেচিত।
রাইলভের এই কাণ্ডে তীব্র হতাশা প্রকাশ করেছে বিশ্ব ক্রীড়ার গভর্নিং বডি হিসেবে পরিচিত ফিনা। তারা ঘটনাটি তদন্ত করে দেখবে। আর সাঁতারুদের পোশাক নির্মাতা প্রতিষ্ঠান স্পিডো জানিয়েছে, র্যালিতে যোগ দেওয়ার তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে রাইলভের স্পন্সরশিপ বাতিল করা হয়েছে।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/নাজমুল