তাসকিন আহমেদের হাতের মুঠোয় এখন সুসময়। বলে তার আগুন ঝরে। বাংলাদেশের পেস ইউনিটের যে উত্থান তার ভীতটা অনেকটাই মজবুত করেছেন তাসকিন। এখন তিনি অনায়াসে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে বল করতে পারেন। আর অধারাবাহিক থেকে এমন ধারাবাহিকতায় আসতে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। আর সেই পরিশ্রমের ফলেই তাসকিনের দিকে নজর পড়েছিল আইপিএলের নতুন দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের।
তবে এখানে ভাগ্য তাসকিনের পক্ষে বলেনি, সাউথ আফ্রিকায় খেলা থাকায় তাসকিনকে আইপিএলে খেলতে দিতে নারাজ বিসিবি। কারণ লক্ষ্ণৌ তাসকিনকে পুরোটা সময় জুড়ে চায়। এই শর্ত মানতে গেলে সাউথ আফ্রিকা সিরিজে টেস্ট খেলতে পারবেন না তাসকিন। ফলে পেস বান্ধব উইকেটে একটু অসুবিধাতে পড়তে হবে বাংলাদেশকে। বিসিবি সেই ঝুঁকি নিতে চায়নি। তাসকিনের কাছেও নাকি দেশের খেলাই আগে, এমন কথাই শোনা গেছে নানা মাধ্যমে।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফীও তাসকিন ও বিসিবির এমন সিদ্ধান্তকে সাধুবাধ জানিয়ে ফেসবুক পেইজে লিখেছেন, ‘সিদ্ধান্ত বোর্ড নিক বা তাসকিন অবশ্যই সিদ্ধান্তটি পজিটিভ মনে হয়েছে কারণ, দেশের ক্রিকেটের কমিটমেন্ট সবার আগেই হওয়া উচিত। যদিও পৃথিবী চলছে বিপরীতমুখী এবং তার পক্ষে বা বিপক্ষে অনেক যুক্তি দাঁড় করিয়েই। শুধু একটাই খটকা, নিয়ম যাই হোক তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়। তাহলে দলের সবার মানসিকতা সুন্দর ও সুস্থ থাকবে, যা বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে জরুরি।’
মাশরাফি আরও লেখেন, ‘ভালো খেলতে থাকো তাসকিন, সুযোগ আপনিতেই আসবে। ৩ বছর আগে তোমাকে দলে দেখলে সবার রাগ হতো আর আজ দলে তোমার গুরুত্ব তুমি নিজেই দেখছো। সব কিছুর মালিক আল্লাহ। আর এ যুদ্ধে তোমার পাশে ছিলো খুব সামান্য কিছু মানুষ। তাদেরকে যথাযথ সম্মান দিও। দেশের হয়ে মাঠে নেমে নিজেকে নিংড়ে দেও কারণ, তোমার মতো হাজারও খেলোয়াড় এই দেশে খেলছে যারা একবার হলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায়। যে সুযোগ আজ আছে কাল হয়তো থাকবেনা তাই তোমার ক্রিকেটের সেরা মূহুর্তগুলো হয়ে উঠুক লাল-সবুজেই।’
ইংলিশ পেসার মার্ক উডের বিকল্প হিসেবে তাসকিনকে দলে নিতে পারে আইপিএলের লক্ষ্ণৌ এমন খবরে মোটামুটি সয়লাব ছিল সংবাদমাধ্যম। তবে তাসকিনকের স্বাদ এবার জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানিতেই মেটাতে চাইছে দলটি। মুজারাবানিকে দলে ভেড়ানোর খবরটি নিশ্চিত করেছে জিম্বাবুয়েতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার নিজেই।
টুইটে তিনি জানিয়েছেন, বিশ্বের অন্যতম সেরা ফ্র্যাঞ্চাইজি লিগের অংশ হতে যাচ্ছেন এই পেসার।
বিডি প্রতিদিন/নাজমুল