২৩ বছর দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে একাধিক নজির গড়েছেন। তবে এবার বাংলাদেশের বিরুদ্ধে 'লজ্জার রেকর্ড' গড়লেন মিতালি রাজ। মঙ্গলবার ভারতের প্রমীলা বাহিনী ১১০ রানের বড় ব্যবধানে জিতলেও, ভারতের অধিনায়ক তার একদিনের ক্যারিয়ারের দ্বিতীয় 'গোল্ডেন ডাক' করে মাঠ ছাড়লেন। একইসঙ্গে তিনি একদিনের ক্যারিয়ারের সপ্তম 'ডাক' করলেন তিনি।
এর আগে ২০১৭ মহিলা বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 'গোল্ডেন ডাক' মেরেছিলেন মিতালি। মিতালিই একমাত্র ভারত অধিনায়ক, যিনি মহিলা বিশ্বকাপে 'গোল্ডেন ডাক'-এর রেকর্ড করেছেন। যা লজ্জার নজির হিসেবে ভারতের ক্রিকেট ইতিহাসের পাতায় লেখা থাকবে।
আজ মঙ্গলবার ১৬তম ওভারে ব্যাট করতে নেমে প্রথম বলেই ঋতু মণির বলে ফাহিমা খাতুনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন মিতালি। তার আগে দলের ৭৪ রানে ২ উইকেট হারিয়ে বসেছিল ভারত। সেই সময়ে দলের হাল না ধরে, খারাপ শট খেলে আউট হন মিতালি। চলতি মহিলা বিশ্বকাপে একেবারেই ছন্দে নেই মিতালি। তার স্ট্রাইক রেট নিয়ে শুরু থেকেই প্রশ্ন উঠেছে। এবার ডু অর ডাই ম্যাচের মোক্ষম সময় উইকেট ছুঁড়ে দেওয়ার জন্য তার দায়িত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়ে গেছে।
চলতি মহিলা বিশ্বকাপে মিতালির পারফরম্যান্স মোটেও আহামরি নয়। পাকিস্তানের বিরুদ্ধে ৯ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু করেছিলেন। ওয়েস্ট ইন্ডিজ এবং ইংল্যান্ডের বিরুদ্ধে তিনি করেছিলেন যথাক্রমে ৫ এবং ১। নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার সংগ্রহ ছিল ৩১ রান। এ বারের বিশ্বকাপে নিজের সর্বোচ্চ রান তিনি করেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে তিনি ৬৮ করেছিলেন। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে গোল্ডেন ডাক করে লজ্জার নজির গড়লেন মিতালি।
মিতালি ব্যর্থ হলেও, তার দল কিন্তু বাংলাদেশকে ১১০ রানে হারিয়ে জয়ের সেমিফাইনালে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে। এ দিন টসে জিতে প্রথমে ব্যাট করে ভারত করে ৭ উইকেটে ২২৯ রান। জবাবে ব্যাট করতে নেমে ৪০.৩ ওভারে ১১৯ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। বড় জয় পাওয়ায় রানরেটটাও কিছুটা বাড়িয়ে রাখতে পারল ভারত।
বিডি প্রতিদিন/আরাফাত