পাকিস্তানে সীমিত ওভারের সিরিজ খেলতে দেশ ছাড়ার ঠিক আগে ধাক্কা খেল অস্ট্রেলিয়া। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে তিন ওয়ানডে ও এক টি-টোয়েন্টির সিরিজে খেলা হচ্ছে না তারকাশূন্য দলের সবচেয়ে অভিজ্ঞ পেস বোলার কেন রিচার্ডসনের। লাহোরের উদ্দেশে উড়াল দেওয়ার আগে মেলবোর্নে ট্রেনিংয়ের সময় চোট পান তিনি।
ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, রিচার্ডসনের ইনজুরি ততটা গুরুতর নয়। কিন্তু আটদিনের মধ্যে চার ম্যাচ, এই স্বল্প সময়ে রিচার্ডসনের ভালোর জন্যই তাকে বাসায় থাকা উচিত।
রিচার্ডসনের অনুপস্থিতিতে পেস আক্রমণে জেসন বেহরেনডর্ফ ও শন অ্যাবটের সঙ্গে থাকছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকেই হ্যাটট্রিক করা প্রথম ক্রিকেটার নাথান এলিস।
অলরাউন্ডার হিসেবে আছেন মিচেল মার্শ, মার্কাস স্টয়নিস ও ক্যামেরন গ্রিন। মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও প্যাট কামিন্স টেস্ট শেষে বিশ্রাম পাচ্ছেন। হ্যাজেলউড ও কামিন্স দুজনেই আসন্ন আইপিএলে খেলবেন। ২৯ ও ৩১ মার্চ এবং ২ এপ্রিল লাহোরে হবে ওয়ানডে সিরিজ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ