৩৮ রানের দাপুটে জয়ে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে প্রথম ওয়ানডে ইতিহাস গড়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় ওয়ানডেতেই ধসে পড়ে টাইগারদের ব্যাটিং লাইনআপ। টপ অর্ডারের ব্যর্থতায় ৩৪ রানে পড়ে যায় ৫ উইকেট। আগামীকাল তৃতীয় ওয়ানডে হবে প্রথম ম্যাচের ভেন্যু সেঞ্চুরিয়ানে।
ম্যাচটি ঘিরে সমর্থকদের মতো বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও আশাবাদী। তবে ম্যাচটি জিততে হলে টপ অর্ডারের পারফর্মেন্সে গুরুত্ব দিয়েছেন তিনি।
মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাজমুল হাসান পাপন বলেন, 'আমাদের যে ওয়ানডে টিমটা, আগে যে সমস্যা ছিল প্রথম তিন-চারজন চলে গেলে পরে আর রান হতো না। কিন্তু এখন লোয়ার অর্ডারেও আমরা কিছু রান করতে পারছি এবং কয়েকজন ভালো খেলছে। তারা কিন্তু এখনও অত বড় প্লেয়ার হয়নি, কিন্তু ভালো করছে। উপরের দিকের ব্যাটাররা কিন্তু মোটামুটি যেমন- লিটন বলেন, তামিম, সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ- এরা কিন্তু সবাই পরীক্ষিত।'
পাপন আরও বলেন, 'তারা সবাই কিন্তু নিজেদের প্রমাণ করে যাচ্ছে। ওরা তো রান করতেই পারে। তো এরা যদি রান করতে পারে, তাহলে একটার বেশি জয় আশা করতেই পারি। ক্রিকেটে যেটা হয়, প্রথম পাঁচজন যদি ব্যর্থ হয়, তাহলে আর জেতার আশা থাকে না। আমরা জানি ওরা পারে। ওরা পরীক্ষিত ব্যাটসম্যান, স্বনামধন্য ব্যাটসম্যান, আমাদের দেশের সেরা ব্যাটসম্যান। ওদের থেকে কিছু রেজাল্ট পেলে অবশ্যই জেতার (সিরিজ) সম্ভাবনা আছে।'
বিডি প্রতিদিন/ ওয়াসিফ