বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার জার্সিতে সিরিজের শেষ ওয়ানডে খেলা হচ্ছে না ৩২ বছর বয়সী ওয়েন পারনেলের। রবিবার জোহানেসবার্গে দ্বিতীয় ম্যাচের সময় চোট পান এই বাঁহাতি ফাস্ট বোলার।
গত রবিবার (২০ মার্চ) বাংলাদেশের বিপক্ষে ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ৭ উইকেটে জয়ের ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পান পারনেল। এই ফাস্ট বোলার তার তৃতীয় ওভারের শেষ বলে বল করতে যাওয়ার মুহূর্তে ব্যথা পান।
ম্যাচে আর দেখা যায়নি পারনেলকে। ২.৫ ওভারে ৬ রান দিয়ে মুশফিকুর রহিমের উইকেটটি নেন তিনি।
মঙ্গলবার ক্রিকেট দক্ষিণ আফ্রিকা এক বিবৃতিতে জানায়, পারনেলের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে ওয়েস্টার্ন প্রভিন্সের তত্ত্বাবধানে। তিনি আবার কবে মাঠে ফিরবেন, তা জানানো হবে সময়মতো।
অন্যদিকে রায়ান রিকেলটনকে তার প্রাদেশিক দলের হয়ে সিএসএ ওয়ানডে কাপ খেলতে ছেড়ে দেওয়া হয়েছে স্কোয়াড থেকে।
বুধবার (২৩ মার্চ) বাংলাদেশ সময় বিকাল ৫টায় সেঞ্চুরিয়ানে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ। দুই ম্যাচ শেষে সিরিজ ১-১ এ সমতায়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ