অন ফিল্ড হোক কিংবা অফ ফিল্ড ভারতীয় ক্রিকেটের ইতিহাসে অন্যতম বর্ণময় চরিত্র রবি শাস্ত্রী। বরাবরই ঠোঁটকাটা স্বভাবের তিনি। কোনও কিছু তিনি চিন্তা-ভাবনা করলে তা বলতে কোনও দিন দ্বিধা করেননি। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ভারতের সাবেক এই কোচ। তার মতে আইপিএল অন্যতম সেরা ‘ফিজিওথেরাপিস্ট’, নিলামের আগেই ম্যাজিকের মত সকলে ফিট হয়ে যায়।
আইপিএল ২০২২ সালের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসের আয়োজনে এক প্রেস কনফারেন্সে তিনি বলেন, “বিশ্বের অন্যতম সেরা লিগ আইপিএল। পাশাপাশি বিশ্বের অন্যতম সেরা ফিজিওথেরাপিস্টও বটে। কারণ আইপিএল নিলামের আগে সবাই ফিট হওয়ার চেষ্টা করে। কারণ আইপিএলে প্রত্যেকেই খেলতে চায়।”
আইপিএলের ১৫তম সংস্করণ শুরু হবে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের মধ্যে ম্যাচ দিয়ে।
দীর্ঘ ৭ বছর পরে আসন্ন আইপিএল-এ ধারাভাষ্যকার হিসেবে ফিরতে চলেছেন ভারতের সাবেক প্রধান কোচ রবি শাস্ত্রী। গত বছর টি-২০ বিশ্বকাপের পরপরই রবি শাস্ত্রী ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব থেকে সরে যান। এই বছরের আইপিএলে বাড়ছে মোট দলের সংখ্যাও। যুক্ত হয়েছে লখনউ এবং গুজরাট দুই ফ্রাঞ্চাইজিও। গ্রুপ লিগের সবকটি ম্যাচ খেলা হবে মুম্বাই ও পুনেতে। সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি প্রতিদিন/কালাম