আজ বুধবার দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে স্বাগতিক দলের বিপক্ষে বাংলাদেশের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশ সময় বিকাল পাঁচটায় শুরু হবে এই ম্যাচ। প্রথম দুই ওয়ানডেতে একটি করে জিতেছে দুই দল। প্রথম ম্যাচে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো ওয়ানডে ম্যাচ জিতেছে এবং দ্বিতীয় ম্যাচে প্রবলভাবে ঘুরে দাঁড়িয়েছে দক্ষিণ আফ্রিকা।
মঙ্গলবার বিকালে সেঞ্চুরিয়নে অনুশীলন করেছেন সাকিব, তামিমরা। এর আগে দলের প্রতিনিধি হয় সংবাদ সম্মেলনে এসেছিলেন মেহেদী হাসান মিরাজ।
সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে এই স্পিন অলরাউন্ডার বলেছেন, “সবশেষ উইকেট কিন্তু রান করার মতো ওরকম ছিল না। অসমান বাউন্স ছিল, বল উঁচু-নিচু হচ্ছিল। এটা ব্যাটসম্যানদের জন্য অনেক কঠিন। উইকেট ভালো থাকলে অন্যরকম চিত্র হতে পারত। এখানকার (সেঞ্চুরিয়ন) উইকেট খুবই ভালো। আমরা যেহেতু প্রথম ম্যাচ খেলেছি, উইকেট ভালো থাকে এখানে, আমাদের আত্মবিশ্বাসও আছে যে তিনশ’র বেশি রান করেছি এখানে।”
প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে ৩১৪ রান করেছিল বাংলাদেশ। স্বাগতিকদের ২৭৬ রানে আটকে দেন বোলাররা। ৩৮ রানে হারিয়ে প্রথমবার দক্ষিণ আফ্রিকায় কোনও ম্যাচ জেতে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং ছিল হতশ্রী। ১৯৪ রানের বেশি করতে পারেনি দল। প্রোটিয়ারা ম্যাচ জিতে নেয় ৭ উইকেটে। শেষ ম্যাচে বোলারদের লড়াই করার মতো পুঁজি দিতে চান মিরাজ। এজন্য ভালো ক্রিকেট খেলার পণ নিয়ে মাঠে নামতে বাংলাদেশ প্রস্তুত বলে তিনি জানান।
“ওয়ানডে ক্রিকেটে রান খুব গুরুত্বপূর্ণ। ২০০ রান করে জেতা সম্ভব নয়, বিশেষ করে ওদের মাটিতে। আমরা যদি ভালো একটা স্কোর গড়ি, তাহলে জেতাটা সহজ হয়ে যায়। সবসময় আমরা খেলায় থাকব। সবাই দায়িত্ব নিয়ে খেললে অবশ্যই ভালো করা সম্ভব। দায়িত্ব নিয়ে খেলে বোলারদের জন্য যদি ভালো একটা সংগ্রহ করে দিতে পারি, তাহলে বোলাররাও তা ডিফেন্ড করতে পারবে আশা করি,” বলেন মিরাজ।
ম্যাচের ফল কী হবে সেদিকে চিন্তা না করে মিরাজ প্রক্রিয়াগুলো ঠিকঠাক করতে চান। তার বিশ্বাস প্রথম ম্যাচের মতো নিজেদের কাজ ঠিকভাবে করলেই মিলবে সাফল্য, “আমরা ওটাই করব, ভালো ক্রিকেট খেলব। ফলাফল কিন্তু আমাদের হাতে নেই। আমরা প্রক্রিয়া অনুযায়ী খেলতে পারি। আমরা যদি এখনই ফল নিয়ে চিন্তা করি যে সিরিজ জিতব বা কী হবে না হবে, তাহলে আমাদের জন্য কঠিন হবে। আমরা যেটা করতে পারি- মাঠে ভালো ক্রিকেট খেলতে পারি, বোলাররা ভালো বোলিং করতে পারি, ব্যাটসম্যানরা রান করতে পারি।”
কোনও চাপ নেওয়ার পক্ষে নন মিরাজ, “দিনটা আমাদের পক্ষে থাকলে, সবাই ভালো ক্রিকেট খেললে ম্যাচটা জিততে পারি। জিততেই হবে, এরকম নয়। আমরা চেষ্টা করব ভালো ক্রিকেট খেলতে এবং আমাদের শক্তি অনুযায়ী যেন সেটা করতে পারি।”
বিডি প্রতিদিন/কালাম