কুইন্টন ডি কক আর জানেমান মালানের ওপেনিং জুটিতেই জোহানেসবার্গে বাংলাদেশের পরাজয়ের ভীত রচনা হয়েছিল। যদিও সেঞ্চুরিয়নের প্রথম ম্যাচে ছিলেন না ডি কক। তবে আজকের ম্যাচে এই খুনে ব্যাটারকে পাচ্ছে বাংলাদেশ। সাথে আছে তার সেঞ্চুরিয়ন কাঁপানো পরিসংখ্যান।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে তাঁর ব্যাটে ৪টা শতক আছে, আছে ১টা অর্ধশতকও। ১০ ম্যাচে ৭০.৯০ গড়ে তুলেছেন ৭০৯ রান। ওয়ানডে ক্যারিয়ারে তাঁর সর্বোচ্চ ১৭৮ রানের ইনিংসও এই মাঠে।
জোহানেসবার্গে দ্বিতীয় ম্যাচে দলে ফিরেই ৪১ বলে ৬২ রানের ইনিংস খেলেন ডি কক। ওয়ান্ডার্সে বাউন্সে বাংলাদেশ ভুগলেও তাঁর স্ট্রোক খেলতে কোনো সমস্যা হয়নি। ২ ছক্কা ও ৯ চারে ইনিংসটি সাজান তিনি।
তাই টাইগার বোলারদের জন্য আজ বড় পরীক্ষার নাম হতে পারেন ডি কক। তাকে আটকাতে না পারলে সেঞ্চুরিয়নেও আরেক দুঃস্বপ্নের দিন দেখতে হতে পারে বাংলাদেশকে। তাসকিন, শরীফুল, মোস্তাফিজ, মিরাজ আর সাকিবরা পারবেন তো আগেভাগে ডি ককের উইকেট তুলে নিতে?
বিডি প্রতিদিন/নাজমুল