বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলবে বাংলাদেশ। আজ বুধবার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে ইরাককে ৫৫-৩৫ পয়েন্টে হারায় বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ।
বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কেনিয়া। প্রথম সেমিফাইনালে কেনিয়া শ্রীলঙ্কাকে ৪৯-২৯ পয়েন্ট হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও কেনিয়া। ২০২১ সালেও কেনিয়ার বিপক্ষে ফাইনালে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ।
প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৪৬-১৫ পয়েন্টে হারানোর পর মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ জিতেছিল ৫৬-২১ পয়েন্টে। গ্রুপের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪০-৩৮ পয়েন্টে জিতে ‘এ’ গ্রুপের সেরা হয় বাংলাদেশ।
বিডি প্রতিদিন/ফারজানা