ভয়ংকর হয়ে ওঠার আগেই প্রোটিয়া উইকেট কিপার ব্যাটার কুইন্টন ডি কককে ফেরালেন মেহেদী হাসান মিরাজ। মাত্র ১২ রানে মাহমুদউল্লাহর হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ডি কক।
কুইন্টন ডি কক আর জানেমান মালানের ওপেনিং জুটিতেই জোহানেসবার্গে বাংলাদেশের পরাজয়ের ভীত রচনা হয়েছিল। যদিও সেঞ্চুরিয়নের প্রথম ম্যাচে ছিলেন না ডি কক। তবে আজকের ম্যাচে এই খুনে ব্যাটারকে ছিলেন। সাথে ছিল তার সেঞ্চুরিয়ন কাঁপানো পরিসংখ্যান।
সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে তাঁর ব্যাটে ৪টা শতক আছে, আছে ১টা অর্ধশতকও। ১০ ম্যাচে ৭০.৯০ গড়ে তুলেছেন ৭০৯ রান। ওয়ানডে ক্যারিয়ারে তাঁর সর্বোচ্চ ১৭৮ রানের ইনিংসও এই মাঠে।
তবে ডি কককে আজ ভয়ংকর হতে দেননি মিরাজ। যদিও এক উইকেট হারালেও ভালো অবস্থানে আছে সাউথ আফ্রিকা।
বিডি প্রতিদিন/নাজমুল